ধর্ষণ কাণ্ড : ধেমাজিতে ২৫ বছর সশ্রম কারাদণ্ড আসামীর
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ধেমাজি জেলা আদালতের বিচারক কৌশিক হাজরিকা ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত ভাইজান মারাংকে ভারতীয় দণ্ডবিধির ৩৪১/৩৭৬ ধারায় ৮৮/২০১৭ নম্বর মামলার অধীনে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন। অপরাধীকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আসামিকে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
উল্লেখ্য, ধেমাজির সদর থানার অন্তর্ভুক্ত শান্তিপুর রঙ্গানিতে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঘটেছিল ধর্ষণ কাণ্ডটি। বাড়ি ফেরার সময় ভাইজান মারাং যুবতীকে ধর্ষণ করে। এরপর মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
সাত বছর বিচারের পর বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেন আদালত। অভিযুক্তদের প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট জয়ন্ত দত্ত এবং সরকারের পক্ষে ছিলেন অজয় ফুকলা।
কৌশিক হাজারিকা আদালত গত চল্লিশ দিনে তিনটি ধর্ষণের মামলায় দোষীদের সাজা দিয়েছে এবং নির্যাতিতারা প্রকৃত ন্যায়বিচার পেয়েছে।