সাংবাদিকের প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীর অপমানজনক বক্তব্যের নিন্দা জুয়ার

পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার সাংবাদিক শাহ আলম পাহাড় খনন সংক্রান্ত একটি প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সাংবাদিককে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার অপমানজনক মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে জার্নালিস্ট ইউনিয়ন অফ আসাম (জুয়া)

এক বিবৃতিতে জুয়া র সভাপতি সেমিম সুলতানা আহমেদ এবং সাধারণ সম্পাদক ধনঞ্জিত কুমার দাস বলেছেন, প্রশ্নের উত্তর না দিয়ে মুখ্যমন্ত্রী নাম এবং ধর্মীয় পরিচয় উল্লেখ করে সাংবাদিককে ব্যক্তিগতভাবে অপমান করা অগ্রহণযোগ্য। মুখ্যমন্ত্রী এর ফলে পদটির সাংবিধানিক মর্যাদা খর্ব করেছেন।  এ ছাড়া সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

আগামী দিনে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানায় জুয়া।

সাংবাদিকের প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীর অপমানজনক বক্তব্যের নিন্দা জুয়ার
সাংবাদিকের প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীর অপমানজনক বক্তব্যের নিন্দা জুয়ার

Author

Spread the News