এশিয়ান গেমসে লক্ষীপুরের এ প্রিয়া দেবী

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করবেন লক্ষীপুরের  এ প্রিয়া দেবী। গেমসের প্রস্তুতির জন্য জাতীয় দলের শিবির‌ও আয়োজন করছে ভারতীয় সেপাক টাকরো ফেডারেশন। আগামী ১-২৫ সেপ্টেম্বর এই শিবির নয়াদিল্লির আইজিএসসি- তে। অসম থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে এই শিবিরে ডাক পেয়েছেন এ প্রিয়া দেবী। এই শিবিরে মুখ্য কোচ হিসেবে থাকবেন হেমরাজ। ২৫ দিনের প্রস্তুতি শিবিরের পর নয়াদিল্লি থেকেই চিনের হাংঝৌ উড়ে যাবে ভারতের সেপাক টাকরো দল।

প্রসঙ্গত, আগামী ২৬ সেপ্টেম্বর-৯ অক্টোবর চিনের হাংঝৌয়ে এশিয়ান গেমসের
আসর বসছে। প্রিয়াকে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। প্রসঙ্গত, প্রিয়া দেবী বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। সেখানে কিংস কাপে অংশগ্রহণ করার পর ৪৫ দিনের প্রশিক্ষণ নিলেন। ৩১ আগস্ট দিল্লি ফিরবেন তিনি।পয়লাপুল নেহরু কলেজের ছাত্রী হচ্ছেন এ প্রিয়া দেবী।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News