ধলাইয়ে পুলিশ ও সেনার যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণের বিস্ফোরক

বরাক তরঙ্গ, ৩ মার্চ : পুলিশ ও সেনার যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণে বিস্ফোরক সামগ্রী। দক্ষিণ ধলাইয়ের রাজঘাট গ্রামে অভিযানে নামে ধলাই পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্স এর একটি দল সেলিম নামে এক ব্যক্তির ফার্ম হাউসের পুকুর পারের মাটির নিচ থেকে উদ্ধার করে ১৩ কেজি গান পাউডার ও ২৯০০ ডিটনেটর। অভিযান টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সেলিম।
রবিবার বেলা একটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়  ধলাই পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্স এর একটি দল।

উল্লেখ্য, ২০১৪-১৫ সালে মাদক সামগ্রী, অবৈধ চোরাচালান বাণিজ্যে জড়িয়ে পড়ে সেলিম। সে সময়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয় সেলিমের। এক সময় পুলিশের হাতে ধরা পড়ে সেলিম। দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে  কিছুদিন বিরতির পর পুনরায় আগের পেশায় জড়িয়ে পড়ে। অবৈধ চোরাচালান বাণিজ্যের মাস্টারমাইন্ড সেলিম বাড়িতে বসে সাঙ্গ সাঙ্গদের মাধ্যমে চালিয়ে যাচ্ছিল মাদকদ্রব্য সহ বিভিন্ন ধরনের চোরা চালান বাণিজ্য। এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে পাচার বাণিজ্য চালিয়ে আসছিল সে। এবার পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা বৃহৎ পরিমাণের বিস্ফোরক সামগ্রী উদ্ধার হল সেলিমের হেফাজত থেকে।

Author

Spread the News