ভুয়ো ডিগ্রি নিয়ে ডাক্তারি, সোনাই থানায় মামলা

পাল্টা মানহানি মামলার হুমকি ডাঃ রৌশন আলির____

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : ভুয়ো ডিগ্রি নিয়ে ডাক্তারি করার অভিযোগ উঠেছে সোনাই রাঙ্গিরঘাটের রৌশন আলির বিরুদ্ধে। বিএএমএসের ভুয়ো ডিগ্রি নিয়ে নিয়মিত নিজের চেম্বারে রোগী দেখেন তিনি। এই গুরুতর অভিযোগ তোলে সোনাই থানায় একটি মামলা দায়ের করেছেন দিদারকোশ গ্রান্টের হুসেন আহমেদ লস্কর। মামলায় আরও বলেছেন, আন্ডার মেট্রিক হয়ে কিভাবে ডাক্তারের উপাধি গ্রহণ করেছেন। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি দাবি করেছেন।

ভুয়ো ডিগ্রি নিয়ে ডাক্তারি, সোনাই থানায় মামলা

এদিকে, রবিবার এ প্রসঙ্গে সাংবাদিক ডেকে ভুয়ো ডিগ্রির অভিযোগ অস্বীকার করেন ডাক্তার রৌশন আলি। তিনি বলেন, তাঁর কাছে সব কিছুর ডকুমেন্ট রয়েছে। যদি প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ দেখতে চায় তাহলে তিনি দেখাতে প্রস্তুত। সাংবাদিকদের সামনে আয়ুসের তথ্য বের করে বিএএমএসের উপাধি ডিগ্রি দেখান। তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তাঁর বিরুদ্ধে অবৈধ হাসপাতাল পরিচালনার অভিযোগকেও খণ্ডন করে বলেন, ড্রাগ লাইসেন্স নিয়ে ফার্মাসি চলছে। এখানে কোনও হাসপাতাল চলছে না। তাই মিথ্যে অভিযোগ তোলা ব্যক্তির বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে হুমকি দিয়েছেন ডাক্তার রৌশন আলি।

Author

Spread the News