কাবুগঞ্জে জয়ী বিহাড়া লম্বাটিলা ও ভাগা বাজার
শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ জুন : কাবুগঞ্জ ফুটবল টুর্নামেন্টের রবিবার দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে জয়ী হয় বিহাড়া লম্বাটিলা ও দ্বিতীয় ম্যাচে ভাগা বাজার এফসি জয়লাভ করে। এ দিন বিহাড়া লম্বাটিলার মুখোমুখি হয় এনএচ স্পোর্টিং হাওয়াইতাং। উত্তেজনাপূর্ণ ম্যাচে এক মাত্র গোলটি করেন হাসান লস্কর। খেলার ৪৬ মিনিটে জয়সূচক গোলটি করেন এবং ম্যাচে সেরা খেলোয়াড় পুরস্কার পান তিনি।

এ দিকে, দ্বিতীয় খেলার ৩-১ গোলে জয়ী ভাগা বাজার এফসি। তারা হারায় নিয়াইরগ্রাম এফসি-কে। খেলার ১৫ মিনিটে ভাগা বাজার এফসির সাজিজুল হক। ২৩ ও ৫২ আবারও ভাগা বাজার এফসির হয়ে জোড়া গোল করেন খেলোয়াড় হাসান লস্কর। নিয়াইরগ্রামের হয়ে একমাত্র গোল করেন হাসান। ম্যাচের সেরা খেলোয়াড় হন ভাগা বাজার এফসির হাসান লস্কর।

এদিন দু’টি ম্যাচ পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, শামিম আহমেদ বড়ভূইয়া ও জাফর বড়ভূইয়া। আগামীকাল কর্কট এ-র মুখোমুখি হবে নাগাখাল বিটিমের বিরুদ্ধে।