বন্যার কবলে পাথারকান্দি, ভুবরিঘাটে চরম জনদুর্ভোগ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ জুন : পাহাড়ি ঢল আর টানা কয়েক দিনের প্রবল বর্ষণে আবারও বিপর্যস্ত হয়ে উঠছে পাথারকান্দির জনজীবন। বর্ষা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও এভাবে টানা বৃষ্টি হতে থাকলে লঙ্গাই নদীর জলস্ফীতি বাড়ার আশঙ্কায় ভোগছেন মানুষ। এমন অবস্থার ফলে গোটা পাথারকান্দি জুড়েই যেন বন্যার পদধ্বনি স্পষ্টভাবে শোনা যাচ্ছে।এই কদিনের টান বর্ষনের ফলে বিশেষ করে পাথারকান্দির চান্দখিরা গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত ভুবরিঘাট চা বাগানের বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানের কোয়ার্টার লাইন, দুরবিনটিলা, নাচঘর লাইন, কন্দপাড়া, স্টাফ লাইন, তাঁতিপাড়া—এই সব এলাকায় প্রায় শতাধিক পরিবার বন্যাজলের নিচে আটকে পড়েছেন। অনেক ঘরের ভেতরেও ঢুকে পড়েছে জল।
স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট নাগরিক জয়হরি সালিয়া জানান,বপ্রতিবছর বর্ষাকালে একই সমস্যা। ছড়া ও খালগুলোর সঠিক নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় টানা বৃষ্টিতে জল জমে এই এলাকায় মিনি বন্যার পরিস্থিতি তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।তিনি আরও বলেন, বাড়িঘর তো বন্যাজলে ডুবে আছেই, গবাদি পশুর জন্য থাকা খোলা মাঠ ও গোচারণভূমিও পানির নিচে চলে গেছে। কৃষকরা এখন পশু নিয়ে চরম চিন্তায় রয়েছেন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত তেমন কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, জরুরি ভিত্তিতে পাম্পের মাধ্যমে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতের জন্য স্থায়ী নিষ্কাশন ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করতে হবে। বহু বাসিন্দা ইতিমধ্যেই আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, অনেকেই আবার জলমগ্ন ঘরেই কোনও রকমে দিন কাটাচ্ছেন। ফলে দেখা দিয়েছে খাদ্য, পানীয়জল ও স্বাস্থ্য পরিষেবার ঘাটতি।
