সদর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর শপথ ও সংবর্ধনা অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : শিলচর সদর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মিলনী নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালায় অনুষ্ঠিত হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শিলচর ব্লকের পক্ষ থেকে উপস্থিত শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভানেত্রী শিল্পী গুপ্ত, সম্পাদক ফয়জুল হক মাঝারভূইয়া, কোষাধ্যক্ষ সুদীপ দে, প্রাক্তন সহ সভাপতি নীলোৎপল সোম চৌধুরী এবং প্রাক্তন সভাপতি তথা এবছর অসম সরকারের পক্ষ থেকে শিক্ষক দিবসে বিশেষ পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বর্তমান জয়কুমার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতনু চৌধুরী। মঞ্চে উপস্থিত সবাইকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এবং  শিলচর ব্লকের রাজ্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষককে শিলচর সদর ব্লকের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে শিলচর মহকুমার সভানেত্রী প্রথমে নবগঠিত কমিটির সভাপতি কমলেন্দু গোস্বামীকে শপথ বাক্য পাঠ করান। তারপর ব্লকের সম্পাদক এবং ব্লকের কার্যকরী সদস্য-সদস্যাদের বর্তমান সভাপতি শপথ বাক্য পাঠ করান। সভায় মঞ্চে উপস্থিত সবাই বক্তব্য রাখেন, প্রত্যেকেই সদস্যপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন অসুবিধায় সাহায্য করা এবং নূতন রেগুলার হওয়া শিক্ষক-শিক্ষিকাদের বেতন সমস্যা দূর করতে সংগঠনকে সাহায্য করার ব্যাপারে মত ব্যক্ত করেন। তাছাড়া শিক্ষক-শিক্ষিকা দের বিভিন্ন অসুবিধায় কথা জানার জন্য দুইমাসে অন্তত বিদ্যালয় ছুটির পর কেন্দ্র সভা করার জন্য মত ব্যক্ত করেন, কারণ এই সভায় শিক্ষক-শিক্ষিকা দের অভিযোগ ব্লক সভাপতি, সম্পাদক জানতে পারবেন এবং শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ দুর করার জন্য চেষ্টা করবেন।

সদর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর শপথ ও সংবর্ধনা অনুষ্ঠান
জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক গণেশ হরিজনকে উত্তরীয় দিয়ে সম্মান জানানোর মুহূর্ত।

এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর “শিক্ষাই জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের পথ” ও বিদ্যালয় ছুট ছাত্রছাত্রীদের বিদ্যালয় মুখী করা এবং বিদ্যালয়ে অর্ধ পড়ে বিদ্যালয় ছেড়ে যাওয়া ছাত্রছাত্রীদের বিদ্যালয় মুখী করা।এই সচেনতা বিষয়ে অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালায় কাছাড় এর বিদ্যালয় সমূহের পরিদর্শক তথা ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক গণেশ হরিজন উপস্থিত হয়েছিলেন। তাঁকে মহকুমার সম্পাদক উত্তরীয় দিয়ে সন্মান জানানো হয়। বক্তব্যে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়ের উপর বক্তব্য রাখেন শিক্ষকরা। ‘জলবায়ু সমাধানের উপায় ও বিদ্যালয় ছুট বা অর্ধ পড়ে ছেড়ে যাওয়া ছাত্রছাত্রীদের একমাত্র উপায়ই শিক্ষা’ এই বিষয়ের উপর বক্তব্য রাখেন শিলচর মহকুমার সম্পাদক ফয়জুল হক মাঝারভূইয়া, উপ সভাপতি অমিত নাগ, প্রাক্তন সভাপতি অতনু চৌধুরী, বর্তমান সভানেত্রী শিল্পী গুপ্ত, কোষাধ্যক্ষ সুদীপ দে। পরিশেষে সভানেত্রী সমাপ্তি ভাষণ দিয়ে সভার কাজ শেষ হয়।

সদর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর শপথ ও সংবর্ধনা অনুষ্ঠান
সদর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর শপথ ও সংবর্ধনা অনুষ্ঠান

Author

Spread the News