ট্রলার উদ্ধার, এখনও নয় জন মৎস্যজীবী নিখোঁজ

২৩ সেপ্টেম্বর : শনিবার থেকে বারে বারে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্য। এখনও পর্যন্ত দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলার রবিবার সকাল থেকে উদ্ধার কার্য শুরু করে আটটি ট্রলার। এখনও পর্যন্ত নয় জন মৎস্যজীবীর কোন খোঁজ নেই। যত সময় গড়াচ্ছে চরম উৎকণ্ঠায় মৎস্যজীবীদের পরিবার পরিজন।

শুক্রবার গভীর রাতে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে উল্টে গিয়েছিল এফবি গোবিন্দ নামক ট্রলারটি। ট্রলারে থাকা ১৭ জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন ৯ জন। ওই ট্রলারটিকে উদ্ধার করতে আটটিরও বেশি ট্রলার মাঝ সমুদ্রে যায়।

এই বিষয়ে দুর্ঘটনাগ্রস্থ এফ বি গোবিন্দ দুর্ঘটনাগ্রস্থ ট্রলারের মৎস্যজীবী হরেরাম দাস জানান, ‘তিন জনকে উদ্ধার করতে পেরেছি। আর পারলাম না। একটু সময় পেলে হয়তো আর কয়েকজনকে উদ্ধার করতে পারতাম। চোখে মুখে রয়েছে আতঙ্ক। চোখ বন্ধ করলেই চোখে ভেসে উঠছে নিখোঁজ মৎস্যজীবীদের কথা।’

সকাল ১০ টার সময় ডুবো ট্রলারটিকে উদ্ধার করে নামখানার লুথিয়ান দ্বীপে আনা হয়। এই মুহূর্তে নদীতে চলছে জোয়ার। এরপর ভাটার সময় ট্রলারের ভেতরে তল্লাশি চালানো হবে। নামখানার হরিপুর ঘাটে উপস্থিত আছেন কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, নামখানার বিডিও ও মৎস্যজীবী সংগঠনের কর্তারা। কেবিন থেকে উদ্ধার হয় দুটি মৎস্যজীবীর মৃতদেহ। নিখোঁজ এখনও ৭ মৎস্যজীবী। কাকদ্বীপ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারের সব ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নদীর ঘাটে কান্নার রোল নিখোঁজ মৎস্যজীবীদের আত্মীয়স্বজনদের।

ট্রলার উদ্ধার, এখনও নয় জন মৎস্যজীবী নিখোঁজ
ট্রলার উদ্ধার, এখনও নয় জন মৎস্যজীবী নিখোঁজ

Author

Spread the News