ধর্মনগর-শিলচর প্যাসেঞ্জার ট্রেনকে দৈনিক করার দাবি রেলযাত্রী সংস্থার
পিএনসি, বদরপুর।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : ধর্মনগর-শিলচরের মধ্যে চলা প্যাসেঞ্জার ট্রেন দৈনিক করার দাবি জানালো উত্তর-পূর্ব রেলযাত্রী সংস্থা। সংস্থার সাধারণ সম্পাদক তথা গৌহাটি হাইকোর্ট আইনজীবী শুভ্রজ্যোতি সরকার বলেন, ধর্মনগর-শিলচর ট্রেনটি খুবই গুরুপূর্ণ কারণ উত্তর ত্রিপুরার বহু সংখ্যক লোক চিকিৎসার জন্য শিলচর আসেন। এছাড়াও বহু ছাত্রছাত্রীরা শিলচরে উচ্চ শিক্ষা গ্রহণে রয়েছেন। সে দিকে লক্ষ্য রেখে এই ট্রেনকে সপ্তাহে দুই দিনের বদলে দৈনিক করার দাবি জানালো সংস্থা।
উল্লেখ্য, সংস্থার সভাপতি হারান দে কিছুদিন আগে শিলচর অবস্থান করা লামডিং ডিভিশনের ডিআরএমকে এ বিষয়টি নিয়ে সরব হন।