সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আর নেই

১২ সেপ্টেম্বর : চলে গেলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা দেখা দেওয়ায় তাঁকে রেসপিরেটারি সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই বাম নেতা।

ফুসফুসের সংক্রমণ-সহ একগুচ্ছ শারীরিক সমস্যা নিয়ে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান বাম নেতাকে। জানা যায়, প্রথমে ফুসফুসের এক অংশে সংক্রমণ ধরা পড়ে, পড়ে তা ছড়িয়ে পড়ে বাকি অংশেও। গত কয়েকদিন ধরেই হাসপাতালে ছিলেন, রাখা হয়েছিল ভেন্টিলেশনে।

মঙ্গলবার দুপুরেই জানা গিয়েছিল, সিপিআইএম-এর সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। রাখা হয়েছিল আইসিইউতেই। দেওয়া হয়েছিল রেসপিরেটারি সাপোর্ট। গত ২০ আগস্ট থেকেই ইয়েচুরি দিল্লি এইমসে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ এপ্রিল দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এবং সংসদীয় দলের নেতা ছিলেন। ১৯ আগস্ট ২০০৫ থেকে ১৮ আগস্ট ২০১৭ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন।

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আর নেই
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আর নেই

Author

Spread the News