নিয়োগ সহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রীকে স্মারকপত্র বাম যুব সংগঠনের
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ভারতীয় রেলের লক্ষ লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা, রেলের বেসরকারিকরণ এবং বানিজ্যিকিকরণ বন্ধ করা, পরযায়ী শ্রমিকদের জন্য সাধারণ কোচ সম্বলিত রেল চালু করা, প্রতিটি এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচ ও অসংরক্ষিত সাধারণ কোচের সংখ্যা বৃদ্ধি করা, সহ বিভিন্ন দাবিতে একমাসধরে দেশব্যাপী জনগণের স্বাক্ষর সংগ্রহ করে যুব সংগঠন এআইডিওয়াইও৷ বৃহস্পতিবার সমগ্র দেশ থেকে জনগণের স্বাক্ষরিত স্মারকপত্র রেলের বিভিন্ন আধিকারিক মারফত রেলমন্ত্রীর অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে প্রেরণ করা হয়৷ অনুরূপভাবে সংগঠনের কাছাড় এবং করিমগঞ্জ জেলার পক্ষ থেকে এনএফ রেলওয়ের বদরপুরস্থিত অ্যারিয়া ম্যানেজার কার্যালয়ে সেই স্মারকপত্র প্রদান করা হয়৷
এই স্মারকপত্রে উপরিউক্ত দাবির পাশাপাশি রেল পথে যাত্রীদের জীবনের সুরক্ষা সুনিশ্চিত করা, করোনা মহামারীর সময়ে প্রবীণ নাগরিকদের প্রাপ্য যেসব সুবিধা রেল বিভাগ তুলে দিয়েছিল তা পুনরায় চালু করা দাবিও জানানো হয়েছে। এতে আরও বলা হয় যে জনগণের বিপুল পরিমাণ ট্যাক্সের টাকা এবং অসংখ্য মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা রেলওয়ে পরিবহন এবং পরিষেবা রাষ্ট্র এবং জনগণের সম্পত্তি। সরকার পুঁজিপতি স্বার্থে এই রেল বিভাগকে বেসরকারীকরণ করে তাদের আরও মুনাফা করার সুযোগ করে দিতে চাইছে৷ রেল বিভাগে কর্মীর অভাবে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীরা প্রাণ হারাচ্ছেন, সময়মতো ট্রেন চলাচল করে না, যাত্রীদের প্রাপ্য পরিষেবা ঠিকমত প্রদান করা হচ্ছে না। এই অবস্থায় জরুরি ছিল রেলের লক্ষ লক্ষ শূন্যপদে অবিলম্বে কর্মী নিয়োগ করা, প্রতিটি ট্রেনের দ্বিতীয় শ্রেণী ও স্লিপার কোচের সংখ্যা বৃদ্ধি করা, পরিযায়ী শ্রমিকদের জন্য অসংরক্ষিত ট্রেন চালু করা৷ রেল বিভাগ এই সব না করে বন্দে ভারত ট্রেন এবং এসি কোচ বৃদ্ধি করে অধিক মুনাফা করতে সচেষ্ট৷
স্মারকপত্রে আরও দাবি করা হয় যে তৎকাল প্রিমিয়ামের নামে যাত্রীদের থেকে অতিরিক্ত অর্থ সংগ্রহ বন্ধ করা এবং বুকিং করা টিকেট বাতিলের চার্জ বন্ধ করা ও দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা ৷ সরকার এসব নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। তাই যুব সংগঠন এআইডিওয়াইও এর সর্বভারতীয় কমিটির আহ্বানে দেশব্যাপী স্বাক্ষর সংগ্রহ করে ১২ সেপ্টেম্বর রেলমন্ত্রীর উদ্দেশ্যে রেলের বিভিন্ন আধিকারিক মারফত প্রেরণ করা হয়৷ সংগঠনের কাছাড় এবং করিমগঞ্জ জেলার একটি প্রতিনিধি দল বদরপুরের অ্যারিয়া ম্যানেজার মারফত রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে৷ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের কাছাড় জেলা সভাপতি অঞ্জনকুমার চন্দ, কাছাড় জেলা সম্পাদক বিজিৎ কুমার সিনহা, সহ সভাপতি পরিতোষ ভট্টাচার্য, করিমগঞ্জ জেলার সম্পাদক গোলাপ কুমার, বিশ্বজিৎ চন্দ প্রমুখ।