পুলিশের নামে টাকা নিশে পুলিশকে বদলির হুমকি, গ্রেফতার হাসিনা
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : নকল সোনা ও জাল নোট প্রতারকদের বিরুদ্ধে মিডিয়ায় আলোড়ন সৃষ্টিকারী লখিমপুরের হাসিনা বেগম আবার আলোচনায় এসেছেন। এসআই জোনমনি রাভা মামলায় জড়িত হাসিনা এখন পুলিশ কর্মকর্তার নামে চাঁদা আদায় শুরু করেছেন।
অভিযুক্তদের রক্ষা করে পুলিশের নামে টাকা নেওয়ার অভিযোগে হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয় তাকে।
উল্লেখ্য, বাঙালমরার সোনাপুরে একটি পরিবারের বিরুদ্ধে নকল সোনার ব্যবসার অভিযোগে মামলা করার হুমকি দিয়ে আসছিলেন হাসিনা। বাঙালমরা ও বিহপুরিয়া থানায় নিয়ে গিয়ে হাসিনা ও তার দুই সহযোগী ভয় দেখিয়ে পরিবারের কাছে ৭০ হাজার টাকা চাঁদা আদায় করে।
দুই দালালের সঙ্গে মিলে আবার কুড়ি হাজার টাকা দাবি করে এবং দশ হজারা টাকা আদায় করেছে। এরপর পরিবারের লোকজন থানায় গিয়ে জানতে পারে তাদের বিরুদ্ধে থানায় নকল সোনার কোনও মামলা হয়নি।
পুলিশ কর্মকর্তাদের নামে টাকা নেওয়া নাসির উদ্দিন ও ফকরুদ্দিন নামে দুই দালাল সহ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন মিনাল উদ্দিন। এরপর হাসিনা পরিবারকে ফোনে গ্রেফতারের হুমকি দেন। এমনকি মামলা নেওয়া পুলিশ কর্মকর্তাকে বদলির হুমকিও দেন হাসিনা।
হাসিনা বেগমের কল রেকর্ডিং পুলিশের কাছে হস্তান্তর করেছে পরিবার। দুই দিন ধরে কুখ্যাত হাসিনাকে খুঁজছিল পুলিশ। শুক্রবার গুয়াহাটিতে গ্রেফতার হন হাসিনা।