ইয়াবা ট্যাবলেট সহ তিন ব্যক্তি আটক সোনাইয়ে
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : ইয়াবা ট্যাবলেট সহ তিন ব্যক্তিকে আটক করল সোনাই পুলিশ। মঙ্গলবার রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ডে অভিযান চালিয়ে ৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে আটক হওয়া তিন ব্যক্তি হল ধলাই কাকরাখালের প্রবীন্দ্র রিয়াং (৩৪), কচুদরম মোহনখালের বাহারুল ইসলাম লস্কর (৫১) ও কচুদরম সিমিদনগরের প্রভাত বর্মণ (৩০)।
পুলিশ তাদের কাছ থেকে নয় হাজার ইয়াবা ট্যাবলেট (প্লাস্টিকের প্যাকেটসহ) উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনটি মোবাইল হ্যান্ডসেট, একটি বাইক ও একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। শেষে তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

