বিক্ষোভের মুখে পদত্যাগ বাংলাদেশের প্রধান বিচারপতির

১০ আগস্ট : আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের তরফে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। হাসান পদত্যাগ করতেই বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদে বসলেন মহম্মদ আশফাকুল ইসলাম।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রধান বিচারপতি হাসানের পদত্যাগের দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে ঢাকায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। কয়েকশো আন্দোলনকারীর দাবি ছিল, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ। বেলা দেড়টা নাগাদ প্রধান বিচারপতি হাসান পদত্যাগ করেন।

জানা গিয়েছে, হাসানের পাশাপাশি আপিল বিভাগের পাঁচ বিচারপতি আজ পদত্যাগ করতে পারেন। এরপরই তড়িঘড়ি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম ঘোষণা করা হয়। এর দায়িত্বে এলেন মহম্মদ আশফাকুল ইসলাম। এর আগে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক জন বিচারপতি হিসাবে কাজ করেছেন আশফাকুল।

বিক্ষোভের মুখে পদত্যাগ বাংলাদেশের প্রধান বিচারপতির

Author

Spread the News