বড়বেকরায় স্বাস্থ্য শিবির আসাম রাইফেলসের

বড়বেকরায় স্বাস্থ্য শিবির আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : বড়বেকরায় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে আসাম রাইফেলস।  গাউখাল গ্রামে আয়োজিত শিবিরে গাউখাল, যাত্রাপুর, ভৌমিকপাড়া, জাকুরাডহর, নারায়নপুর পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে প্রচুর লোক উপস্থিত হন।

দক্ষ ডাক্তার এবং প্যারামেডিকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম রোগীদের বিনামূল্যে ডায়াগনস্টিক, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। ১২ জানুয়ারি আয়োজিত  শিবিরে পুরুষ, মহিলা এবং ১৪ শিশু সহ শতাধিক রোগী চিকিৎসা করা হয়।

শিবিরের মাধ্যমে সরাসরি তাদের স্বাস্থ্যসেবা পরিষেবা দেওয়ার জন্য আসাম রাইফেলসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামবাসীরা।

বড়বেকরায় স্বাস্থ্য শিবির আসাম রাইফেলসের

Author

Spread the News