কালাইনের রাতাছড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা, হত চালক সহ তিন

বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল কালাইনে। মঙ্গলবার রাতে কালাইন রাতাছড়া গেটের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সুমো খাদে পড়লে চালক সহ তিনজন প্রাণ হারানোর খবর পাওয়া যায়।

জানা যায়, গুয়াহাটি থেকে আইজলের উদ্দেশ্যে যাওয়ার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনা কবলে পড়ে যাত্রীবাহী সুমোটি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। তাঁদের মেঘালয়ের উংকিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পুলিশ ও বিএসএফ জওয়ানরা উদ্ধারে নেমে পড়ে।

নিহত চালকের পরিচয় পাওয়া গেলেও বাকি দুই যাত্রীর পরিচয় এখনও মেলেনি। নিহত চালক সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের জাবির হোসেন চৌধুরী (নাসিম)। মৃত নাসিম তিতর চৌধুরীর দ্বিতীয় ছেলে। নাসিম সুমোর মালিকও।

কালাইনের রাতাছড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা, হত চালক সহ তিন

Author

Spread the News