রাহুলের জোড়া গোলে মাতৃভূমি-র দ্বিতীয় রাউন্ডে মথুরাপুর
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শনিবার মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করল মথুরাপুর এফসি। প্রতিপক্ষ এমএইচসি ক্লাব লায়লাপুরের বিরুদ্ধে ৩-০ গোলের ব্যবধানে জিতলো মথুরাপুর এফসি দল। ধলাইর বিএনএমপি এইচএস স্কুলের মাঠে অনুষ্ঠিত এদিনের খেলায় এমএইচসি ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল মথুরাপুর এফসি। খেলার প্রথমার্ধ ছিল গোল শূণ্য, কোন দলই প্রথমার্ধের খেলায় গোল করতে সক্ষম হয়নি। যদিও দ্বিতীয়ার্ধের খেলায় তিন তিনটি গোল করতে সক্ষম হয় মথুরাপুর। জোড়া গোল করেন রাহুল পাকাম, যথাক্রমে খেলার ৪১ ও ৬২ মিনিটে। এছাড়াও খেলার ৪৩ মিনিটের মাথায় গোল করেন জেকব লাথাম।
এদিন ম্যাচের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন মথুরাপুর এফসি দলের খেলোয়াড় রাহুল পাকাম। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন বিজেপি ওবিসি মোর্চার জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ। খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। রবিবার ডিমারাজি ওয়ারিয়র মোকাবিলা করবে রেইনবো এফসি দলের বিরুদ্ধে। এতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক (প্রশাসন) শ্রী দেবাশিস সোম। এক প্রেস বার্তায় একথা জানিয়েছেন আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।