শিলচরের আশ্রয় শিবিরে গিয়ে বন্যাক্রান্তদের খোঁজ নিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল

বরাক তরঙ্গ, ১১ জুলাই : তিনদিনের বরাক সফরসূচি নিয়ে শিলচরে পৌঁছলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। বৃহস্পতিবার জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া শিলচরে পৌঁছে প্রথমে শিলচররের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শিলচরের বিভিন্ন স্কুলের বন্যাক্রান্ত লোকদের আশ্রয় শিবির পরিদর্শন করেন। শিবিরে ত্রাণ পৌঁছে কি না খোঁজখবর নেন। শিশুদের সঙ্গেও কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তিন বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী ও মিহিরকান্তি সোম, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, জেলাশাসক রোহনকুমার ঝা সহ সরকারি অধিকারিকরা।

শিলচরের আশ্রয় শিবিরে গিয়ে বন্যাক্রান্তদের খোঁজ নিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। বিজেপি সরকার সব সময় জনগনের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বন্যাক্রান্ত লোকদের পাশে সরকার আছে, থাকবে এবং সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যাবে বিজেপি সরকার। বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি গাইডলাইন মতে সবাইকে সাহায্য করা হবে।

Author

Spread the News