জলের পাম্পে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল প্রৌঢ়ের কাটিগড়া

বরাক তরঙ্গ, ২১ মে : জলের পাম্পে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কাটিগড়ায়। কাটিগড়া তৃতীয় খণ্ডের লামারগ্রাম এলাকার জামাল উদ্দিন বড়ভূইয়া (৫৫) নামে এক ব্যক্তি কর্মস্থল থেকে এসে ঘরে জল তোলার জন্য পাম্প চালু করেন। পাম্প চালু হলেও জল আসছে না দেখে হাত দিয়ে পাম্পটি নড়াচড়া করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ অবস্থায় তাঁর স্ত্রী পাম্পের স্যুইচ বন্ধ করে হাল্লা চিৎকার করেন। হাল্লা চিৎকার শুনে আশ পাশের লোক জুড়ো হন। তড়িগড়ি আহত জামাল উদ্দিন বড়ভূইয়াকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে আসেন লোকরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্মরত চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এরপর কাটিগড়া পুলিশে খবর দিলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেয় পুলিশ। প্রয়াত জামাল উদ্দিন রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ আত্মীয়স্বজন। তাঁর মৃত্যুতে কাটিগড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কাটিগড়া সাব ডিভিশনের চতুর্থ শ্রেণীর একজন কর্মী।

Author

Spread the News