৫ দিনের সংসদের বিশেষ অধিবেশন

১ সেপ্টেম্বর : জি২০ সম্মেলন মিটতেই ৫ দিনের সংসদের বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্রীয় সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছেন, ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন হবে। যদিও কী কারণে আচমকা সংসদের এই অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেওয়া হল, সে সম্পর্ক স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। বিরোধীদের অভিযোগ, ইন্ডিয়া জোটের বৈঠক থেকে নজর ঘোরাতেই আচমকা এই ঘোষণা করা হয়েছে।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছেন, ‘‌১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন এবং ৫টি সভা হবে। অমৃত কালের মধ্যে এই অধিবেশনে ফলপ্রসূ আলোচনা এবং বিতর্কের অপেক্ষায় রয়েছি।’‌ ৯ এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে হবে জি২০ সম্মেলন।

Author

Spread the News