শিলচরে ১০৫ কোটি টাকার হোরোইন উদ্ধার, আটক মহিলা সহ দুই

বরাক তরঙ্গ, ১৯ মে : ফের বিরাট সাফল্য পেল মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশ। অভিযান চালিয়ে ১০৫ কোটি টাকার হোরোইন সহ এক মহিলা ও দুই যুবককে আটক করে পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে শিলচর বাইপাস সংলগ্ন অতালবস্তি এলাকায় থেকে এমজেড ০১ এন ৪০৭৩ নম্বরের একটি হোন্ডাই গাড়ি তল্লাশি চালিয়ে ৯ টি লেদারের ব্যাগ ও ৬০টি সাবান কেস থেকে ১০ কেজি ৩৩৩ কিলোগ্রাম হোরোইন উদ্ধার করে পুলিশ।

শিলচরে ১০৫ কোটি টাকার হোরোইন উদ্ধার, আটক মহিলা সহ দুই

সঙ্গে ড্যানিয়েল সি লালচাঁদামা, লাল্টলন্যভা, মিস মালসমেঙ্গি নামের তিন মাদক পাচারকারিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুমুল মাহাতো। বহি রাজ্য থেকে হেরোইন নিয়ে আসা হয়েছিল কাছাড় জেলায় বলে জানান পুলিশ সুপার। পুলিশ সুপার জানান বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য ১০৫ কোটি টাকা। তিনি এও জানান, আটক করা তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

Author

Spread the News