ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন জিপি সচিব
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন শাখার হাতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন উত্তর শালমারা গ্রাম পঞ্চায়েতের সচিব। বৃহস্পতিবার ঘুষের টাকা গ্রহণ করার জন্য গ্রেফতার করা হয়।
সূত্র অনুসারে, ভিজিল্যান্স ও দুর্নীতি দমন অধিদপ্তরে একটি অভিযোগ পায় উত্তর শালমারা জিপি সচিব রঞ্জিতকুমার সরকার টাকা দাবি করেছেন ঘুষ হিসেবে ৭ হাজার টাকা। সরকার বিল প্রক্রিয়াকরণের জন্য একজন ঠিকাদার হিসাবে চিহ্নিত অভিযোগকারীর কাছ থেকে ঘুষ দাবি করেছে বলে জানা গেছে।
ঘুষ দিতে অনিচ্ছুক অভিযোগকারী সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অধিদপ্তরের কাছে যান। তদনুসারে, শ্রীজনগ্রামের উত্তর শালমারা গ্রাম পঞ্চায়েতের অফিসে ডিরেক্টরেট ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের আধিকারিকদের একটি দল আজ একটি ফাঁদ তৈরি করেছিল যেখানে রঞ্জিতকুমার টাকা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই অফিসে হাতেনাতে পাকরাও করে। তার কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়েছে এবং স্বতন্ত্র সাক্ষীদের উপস্থিতিতে সে অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে।