চোর স্ত্রীদের হাতে প্রহৃত ইউটিউবার

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : চোর স্ত্রীদের হাতে প্রহৃত হলেন এক ইউটিউবার। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে শিলচরে। শহরে ঘন ঘন চুরির ঘটনার দরুন সক্রিয় হয়ে পুলিশ গ্রেফতার করেছে ১৮ জনকে।  বৃহস্পতিবার বিকেলের দিকে এদের আদালতে পেশ করা হয়। ধৃতদের সদর থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার পুরো দৃশ্য সম্প্রচার করছিলেন ওই নিউ শিলচর এলাকার বাসিন্দা নাথ পদবীর ইউটিউবার।

এদিকে ধৃতদের কয়েকজনের পত্নী এবং অন্যান্য আত্মীয়-স্বজনরা সকাল থেকেই হাজির ছিলেন সদর থানা চত্বরে। তাদের দেখা যায় দফায় দফায় উত্তেজিত হয়ে উঠতে। তাদের অভিযোগ, পুলিশ তাদের যে পরিজনদের গ্রেফতার করেছে এর সাম্প্রতিক কোন চুরির ঘটনার সঙ্গে জড়িত নয়। যদিও পুলিশের দাবি, এরা একেকজন দাগী চোর। শুধু চুরি নয় অন্যান্য অপরাধমূলক ঘটনায় জড়ানোরও রেকর্ড রয়েছে এদের।
বিকেলে যখন ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হয় তখন পিছু পিছু যান তারাও। আর আদালত চত্বরে পৌছার পর তারা যখন দেখেন ইউটিউবার সেখানেও ধৃতদের নিয়ে যাওয়ার দৃশ্য সম্প্রচার করছেন তখন
তারা আর মেজাজ ধরে রাখতে পারেননি। কয়েকজনের স্ত্রী মিলে ইউটিউবারকে ধোলাই দিতে শুরু করেন। যদিও পুলিশী হস্তক্ষেপে রক্ষা পান ওই ইউটিউবার। এরপর তিনি আর সেখানে দাঁড়াননি, সবকিছু গুটিয়ে দ্রুত চলে যান আদালত চত্বর ছেড়ে।

এদিকে মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে ১৭ জনকে পাকড়াও করার পর বুধবার রাতে ধরা হয়েছে আরও একজনকে। নতুন করে ধরা হয়েছে ন্যাশনাল হাইওয়ে এলাকার বাসিন্দা সৌরভ বর্মন (২৫) নামে একজনকে। সব মিলিয়ে এই ১৮ জনকে এদিন আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে এদের সবাইকে প্রেরণ করা হয়েছে হাজতে। খবর সাময়িক প্রসঙ্গ অনলাইন।

Author

Spread the News