ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৭১ জনের মৃত্যু

৩০ ডিসেম্বর : ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৮ জন পুরুষ ও ৩ জন মহিলা। হতাহত হয়েছেন বহু জন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতু থেকে যাত্রীবাহী একটি ট্রাক নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। পুলিশ প্রাথমিক অনুমান, ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হয়েছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে।

এই নিয়ে সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো সামাজিক মাধ্যমে জানিয়েছে, একটি গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে উদ্ধারকর্মীরা। আহত ব্যক্তিদের বোনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা। আহতদের মধ্যে ৫ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদেরক বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৭১ জনের মৃত্যু

Author

Spread the News