সুনন্দা নন্দী পুরকায়স্থের “খাতার প্রতি পাতায় বইটি” উন্মোচন
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : শিলচরের এক আভিজাত্য হোটেলের কনফারেন্স হলে লেখিকা সুনন্দা নন্দী পুরকায়স্থের লেখা আত্মজীবনীমূলক “জীবন খাতার প্রতি পাতায়” বইটি উন্মোচিত হল। রবিবার সন্ধ্যয় বই উন্মোচনী সভার মঞ্চে উপবিষ্ট ছিলেন উদ্ধোধক তথা বরাক নন্দিনীর বর্তমান সভানেত্রী সুমিতা দত্ত, কবি-সাংবাদিক অতীন দাশ, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য, প্রাক্তন অধ্যাপক তথা লেখক অমলেন্দু ভট্টাচার্য, ডাঃ দেবীদাশ দত্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী, ডাঃ সত্যরঞ্জন ভট্টাচার্য, ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থ প্রমুখ। অনুষ্ঠানের সূচনা হয় মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ও এরপর উপস্থিত প্রত্যেক সম্মানিত অতিথিদেরকে গলায় উত্তরীয় হওয়াতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ।
এরপর লেখিকা সুনন্দা নন্দী পুরকায়স্থের লেখা “জীবন খাতার প্রতি পাতায়” আত্মজীবনীমূলক গ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়। বক্তব্যে উপস্থিত সবাই নিজ-নিজ বক্তব্যে লেখিকা সুনন্দা নন্দী পুরকায়স্থের লেখিনী জীবনের বিভিন্ন অংশ তুলে ধরেন, তাঁর লেখনী যেভাবে গুছানো তেমনিই উনার ও স্বামী এই সুখ্যাতিসম্পন্ন চিকিৎসক সুজিত নন্দী পুরকায়স্থের সাংসারিক জীবনটাও গুছানো। উভয়ের বিবাহ বন্ধনের ৫০ বছর পূর্তি হয়েছে বলে কেক কাটা হয়।আনন্দেভরা ছিল সম্পূর্ণ হল রুমটি। আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী বলেন, সুনন্দা নন্দী পুরকায়স্থ যেভাবে শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন,ঠিক সেইভাবে দশকের পর দশক স্বামী ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থ চিকিৎসা সেবার ক্ষেত্রে এই অঞ্চলে এক সেবার দৃষ্টান্ত রেখে যাচ্ছেন আজ অবধি,সেটি অত্যন্ত গর্বের বিষয়।
এদিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডাঃ দেবীদাস দত্ত, ডাঃ সত্যরঞ্জন ভট্টাচার্য এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক শংকর দে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, শিবব্রত দত্ত, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, প্রদীপ দত্তরায় সহ এই অঞ্চলের বিশিষ্টজনরা।