চেংকুড়ি রোডের সংস্কার  ও জমা জল নিষ্কাশনের দাবিতে মহিলাদের অবরোধ

বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : অম্বিকাপুর জিপির অন্তর্গত চেংকুড়ি রোডের সংস্কার ও জমা জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা করার দাবিতে সড়ক অবরোধ করেন ভুক্তভোগী জনগণ। সোমবার সকাল ৯ টা থেকে স্থানীয় মহিলারা হাতে প্লে-কার্ড নিয়ে রাস্তায় নামেন। সড়ক অবরোধকারীদের উপস্থিত স্থানীয় রাজেশ সিনহা বলেন, বেহাল সড়ক ও জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থানীয় জনগণ চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দীর্ঘ বছর থেকে সড়কের একই হাল। অথচ সড়কটির মেরামতের জন্য কোনও পদক্ষেপ নিচ্ছে সরকার বা জনপ্রতিনিধিরা।

তিনি এও বলেন, শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ ডাঃ রাজদীপ রায়, পূর্ত বিভাগ সহ জেলা প্রশাসনের নজরে আনলেও আজ অবদি কোনও ধরণের পদক্ষেপ করা হয়নি। ফলে বেহাল রাস্তাটি ভয়ঙ্কর রূপ ধারন করেছে। এতে প্রতিনিয়ত পথচারী সহ স্থানীয় জনগণকে দুর্ঘটনা শিকার হতে হচ্ছে।

চেংকুড়ি রোডের সংস্কার  ও জমা জল নিষ্কাশনের দাবিতে মহিলাদের অবরোধ

আন্দোলনকারী প্রভা সিনহা বলেন, শীত-গ্রীষ্ম ও বর্ষায় বারো মাস সড়কটির নালায় জমাজলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। যারফলে নানা রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এছাড়া বেহাল রাস্তায় পথচারী মহিলা, স্কুল কলেজের পড়ুয়া হেঁটে চলাচল করতে বিরাট অসুবিধার সম্মুখীন হতে হয়। শুধু তা নয়, অসুস্থ রোগীদের গাড়ও দিয়ে হাসপাতালে নিয়ে যেতে দীর্ঘ সময় লেগে যায় ও প্রায় সময় রাস্তাই রোগীদের মৃত্যু ঘটে। যদি সরকার অবিলম্বে ব্যবস্থা না নেয় তাহলে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে ভুক্তভোগীরা ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন। এ দিন অন্যান্যদের উপস্থিত ছিলেন নমিতা সিনহা, কিরন বালা সিনহা, বিমলা সিনহা, অঞ্জলি সিংহা, বিপুল পাল, রীতু সিনহা সহ অন্যান্যরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News