ওয়াকফ সংশোধনী আইন : সুপ্রিম কোর্টে মামলা প্রথম অমুসলিম মহিলার
১০ এপ্রিল : সাংসদ মহুয়া মৈত্র ওয়াকফ সংশোধনী আইনের ৩(সি) ধারায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। কৃষ্ণনগরের এই সংসদ সদস্য প্রথম অমুসলিম মহিলা হিসাবে এই আইনকে চ্যালেঞ্জ জানালেন। তাঁর আগে অমুসলিম হিসাবে আরজেডি নেতা মনোজ ঝা মামলা করলেও, মহুয়ার আবেদনে নতুন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের সূত্রপাত হয়েছে।
এই আইনের বিরুদ্ধে স্থগিতাদেশ চাওয়ার যুক্তি হিসাবে তৃণমূল সাংসদের তরফে জানানো হয়েছে, ‘বেআইনি সম্পত্তি’ বলে এক বার কোনও কিছু বাজেয়াপ্ত করে নিলে, তা আর ফেরানো যাবে না। প্রসঙ্গত, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার ‘বেআইনি ওয়াকফ সম্পত্তি’ বাজেয়াপ্ত করা শুরু করেছে।
সংবিধান প্রদত্ত সংগঠন বা সমিতি তৈরির স্বাধীনতা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, সম্পত্তির অধিকার সংক্রান্ত ধারা উল্লেখ করে মহুয়া তাঁর বিবৃতিতে জানিয়েছেন, নতুন আইনের মাধ্যমে এগুলি লঙ্ঘিত হচ্ছে। আগামী বুধবার (১৬ এপ্রিল) এই মামলার শুনানি হতে পারে বলে আশা করছেন মহুয়া।
