আন্তর্জাতিক শিশুকন্যা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান এনএইচএমের
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : আন্তর্জাতিক শিশুকন্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করল রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যসুচি (আরকেএসকে)। কাছাড় জেলা এনএইচএম-এর অধীনে মঙ্গলবার শিলচর দীননাথ নবকিশোর বালিকা এইচএস স্কুলে (ডিএনএনকে) এবং বুধবার তারাপুর গার্লস হাইস্কুল এবং শিলচরের জেলা হাসপাতাল এসএম দেব সিভিল হসপিটালে নানা কার্যসূচি গ্রহন করা হয়। বুধবার তারাপুর গার্লস হাইস্কুলে আন্তর্জাতিক শিশুকন্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে শিলচর নগরের দায়িত্বপ্রাপ্ত বিক্রমপুর স্বাস্থ্যখন্ডের আরবিএসকে টিম। এদিন বিশেষ স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা, মেনস্ট্রোয়াল কার্ড ও সেনেটারি প্যাড প্রদান করা হয়।
মঙ্গলবার ডিএনএনকে এইচএস স্কুলে এক বিশেষ স্বাস্থ্য শিবির আয়োজনের পাশাপাশি ঋতুস্রাব ট্রেকিং কার্ড, ঋতুস্রাবকালীন পরিচর্যা ও সমস্যার সুরাহা, রক্তাপ্লতা ইত্যাদি বিষয়ে উপস্থিত ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে বিনামূল্যে ওষুধ প্রদান সহ সেনেটারি প্যাড বিতরণ করা হয়।
দু’টি অনুষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা সহ সচেতনতা বিষয়ে বক্তব্য পেশ করেন বিক্রমপুর স্বাস্থ্যখণ্ডের রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কার্যসূচি (আরবিএসকে)-র চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ মগ, ডাঃ মৃগাঙ্কশেখর ঘোষ, ডাঃ আব্দুল সাত্তার, ফার্মাসিস্ট মইদুল ইসলাম, মোজাম্মেল আলি, নার্স সমলা বেগম, মীনারানী দাস ও খণ্ড সংযোজক কৃত্তিকমল ডেকা প্রমুখ। এদিকে, শিলচর সিভিল হাসপাতালে এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেন ডাঃ (মিস) সিজে বশির ও কাউন্সিলর ইরশাদুর রহমান বড়ভূইয়া।
উল্লেখ্য, ১১ অক্টোবর আন্তর্জাতিক শিশুকন্যা দিবস উদযাপন করা। এটাকে উপলক্ষ করে রাজ্যে জুড়ে নানা কার্যসূচি গ্রহনের নির্দেশ দেন রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন সঞ্চালক।