আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ

২৮ অক্টোবর : বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ আজ ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণের সঙ্গে শারদীয় পূর্ণিমারও একটা কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। মেষ ও অশ্বিনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে।

শনিবার রাত ১১টা ২৯ মিনিট ৯ সেকেন্ডে পৃথিবীর উপচ্ছায়া চাঁদের প্রবেশ। গভীর ছায়ায় প্রবেশকাল শুরু ২৯ অক্টোবর রাত ১টা ৪ মিনিট ৮ সেকেন্ডে। গ্রহণ ছাড়তে শুরু করবে অর্থাৎ গভীর ছায়া থেকে বেরবে রাত ২টা বেজে ২৩ মিনিট ৫ সেকেন্ডে। উপচ্ছায়া সরে যাবে রাত তিনটে ৫৮ মিনিট ৩ সেকেন্ডে। খালি চোখেই দেখা যাবে এই গ্রহণ। দেশের বিভিন্ন স্থান থেকেই একইসময়ে দেখা যাবে চন্দ্রগ্রহণ।

Author

Spread the News