সংখ্যালঘু নির্যাতন, হামলা ও ভাঙচুর, নিরাপত্তা দিয়ে মাঠে বিএনপির নেতারা

৬ আগস্ট : চাঁদপুরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, হামলা ও ভাঙচুর এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের নিরাপত্তা দিয়ে মাঠে নেমেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের পুরানবাজার এলাকায় এ নিয়ে পথসভা ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। এসময় এক পথসভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের পর থেকে কেউ যদি কোনো ধরনের অরাজকতা, হামলা, ভাঙচুর এবং লাটতরাজে অংশ নেয়। তাহলে তাকে আওয়ামী লীগের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরো বলেন, এখন আমাদের সবার দায়িত্ব সংখ্যালঘু সম্প্রদায়, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আর এরপরও কেউ যদি পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করে। তাহলে তাদের নাম ও পরিচয় আমার কাছে দেখেন। আমি সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে নির্মূল করব।

এই পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমউল্লাহ সেলিম, বিএনপি নেতা খলিলুর রহমান গাজী, আক্তার হোসেন মাঝি, যুবদল নেতা ফয়সাল আহমেদ বাহার, ছাত্রদল নেতা জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।

এদিকে, আগামীকাল বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে গণতন্ত্র অধিকার আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন সেনা ও প্রশাসনের কর্মকর্তারা।

অন্যদিকে, মঙ্গলবার দিনভর চাঁদপুর শহরের সড়কগুলোতে ট্রাফিক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীরা দায়িত্ব পালন না করায় শিক্ষার্থীরা নিজেরাই এসব দায়িত্ব পালন করেন।
খবর : কালের কণ্ঠ।

Author

Spread the News