স্বস্তির বৃষ্টি নামলেও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতি
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : সপ্তাহ দশদিন ধরে তীব্র উষ্ণতায় মানুষ হাসফাস খেয়েছেন। প্রায় জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হননি। এমন পরিস্থিতিতে নামল স্বস্তির বৃষ্টি। শনিবার সকালে কাছাড়ের বিভিন্ন প্রান্তে কমবেশী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়াও বদলেছে। ঠাণ্ডা হয়েছে রবির তেজ। কিন্তু বৃষ্টির সঙ্গে মিনিট পাঁচেকের দমকা হাওয়া বহু এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত করে।
পাঁচগ্ৰামের জাতীয় সড়কের উপর বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ে। বিদ্যুতের খুঁটি সহ তার রাস্তার উপরে ঝুলিয়ে পড়ে। আবার কোথাও ভেঙে যায় খুঁটিও। অনেকের বাড়িতে ভেঙে পড়ে ছোট গাছগাছালি। দমকা হাওয়ায় ক্ষতিগ্রস্ত হলেও ত্বকজ্বলা রোদ থেকে মুক্তি পাওয়ায় মানুষ এই ক্ষতির দিকে খুব একটা আমল দেননি।