বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রদান

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্মারকপত্র প্রদান করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মঙ্গলবার জেলাশাসকের মারফতে স্মারকপত্রটি প্রদান করেন তিনি।

সংরক্ষণ বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন। এরপর পুনরায় রাজনৈতিক প্রতি হিংসা শুরু হয়। এমতাবস্থায় আওয়ামি লিগ করা লোকের পরিবার বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে বসবাস করা হিন্দুদের ঘর, মঠ মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এমন কর্মকাণ্ডে ভারতীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করে।

বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রদান

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা চরম নিরাপত্তাহীনতা ভুগছেন। এতে বাংলাদেশের হিন্দু নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্মারকপত্র প্রদান করেন।

Author

Spread the News