রবিবার জমে উঠল খেলো ইন্ডিয়া গেমস, সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : রবিবার জমে উঠেছে খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের বেশ কিছু ইভেন্ট। একাধিক ইভেন্টের খেলাধুলা শুরু হয়ে গেলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল সোমবার। গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে এর অন্যতম আকর্ষণ জনপ্রিয় কণ্ঠশিল্পী অঙ্গরাজ পাপন মহন্ত। রবিবারগুয়াহাটির নেহরু স্টেডিয়ামে মহিলাদের ফুটবলে জয় দিয়ে শুরু করল হিসার শহরের গুরুনানক জম্বেশ্বর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারা ১-০ গোলে হারিয়েছে গোয়া ইউনিভার্সিটিকে।

কর্মবীর নবীনচন্দ্র বরদলৈ ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে মহিলাদের বাস্কেটবল। প্রথম ম্যাচে হিন্দুস্তান ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্স ৮৫-৬২ পয়েন্টের ব্যবধানে তামিলনাড়ুর এস আর এম ইউনিভার্সিটিকে পরাস্ত করে। আরেকটি ম্যাচে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ৯৬-৫৬ পয়েন্টে পরাস্ত করেছে ইউনিভার্সিটি অব মাদ্রাজ।  তৃতীয় ম্যাচে গুরুনানক দেব বিশ্ববিদ্যালয়ের মহিলা দল  ৭৯-৫৬ ব্যবধানে হারিয়েছে মধ্যপ্রদেশের আই টি এম ইউনিভার্সিটিকে।  এছাড়া চণ্ডীগড়ের পঞ্জাব ইউনিভার্সিটি ১০৪-৯২ ব্যবধানে হরিয়ানার মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে।

রবিবার জমে উঠল খেলো ইন্ডিয়া গেমস, সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন

এদিকে, কোহিমায় হবে কুস্তি প্রতিযোগিতা। খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস সম্পর্কে সচেতনতা বাড়াতে শনিবার সেখানে একটি হাফ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এতে বিজয়ীদের‌ও পুরস্কৃত করা হয়।

Author

Spread the News