মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা হেলিকপ্টারের, হত ১৮
৩০ জানুয়ারি : মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগে মার্কিন সেনার একটি হেলিকপ্টারের। ঘটনাটি ঘটেছে আমেরিকায়।ওয়াশিংটন ডিসির কাছে ৬০ জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়েছে কাছের পোটোম্যাক নদীতে বলে খবর। ঘটনায় এপর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বিবিসি।
পুলিশ কর্মকর্তারা সংবাদমাধ্যমকে বলেছেন, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কর্মীরা ১৮টি মৃতদেহ উদ্ধার করেছেন এবং এখনও পর্যন্ত বেঁচে থাকা কাউকে পাওয়া যায়নি।
ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।

