মাটি ফেটে বের হচ্ছে ধোঁয়া, আতঙ্কে মানুষ

২৪ আগস্ট : মাটি ফেটে বেরিয়ে আসছে ধোঁয়া। কেন বেরিয়ে আসছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার কেন্দার ধাওড়া পাড়ায়। স্থানীয় বাসিন্দারা বলেন, এই এলাকায় ইসিএলের ওয়েস্ট কেন্দা খোলামুখ খনি রয়েছে। শুক্রবার গভীর রাত থেকেই নাকি খোলামুখ খনির পাশের বিভিন্ন এলাকার মাটি ফেটে ধোঁয়া বের হতে তাঁরা দেখছেন।

প্রসঙ্গত, এর আগেও এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। তবে বারবার এই ঘটনায় আতঙ্কিত হয়েছে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি অবিলম্বে পূর্নবাসন দেওয়া হোক। তাদের আরও অভিযোগ কোলিয়ারি কর্তৃপক্ষ বা রাজ্য প্রশাসন বা রাজনৈতিক নেতারা কেউ তাঁদের পাশে নেই। এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে তাঁরা এখন বিশবাঁও জলে।
খবর : আজকাল ডট ইন।

মাটি ফেটে বের হচ্ছে ধোঁয়া, আতঙ্কে মানুষ
মাটি ফেটে বের হচ্ছে ধোঁয়া, আতঙ্কে মানুষ

Author

Spread the News