আসাম রাইফেল্স এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক মহাসভা

বরাক তরঙ্গ, ১২ মার্চ : বরাক উপত্যকা সহ ডিমা হাসাও জেলার অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মী ও সদস্যদের উপস্থিতিতে শিলচর আসাম রাইফেল্স প্রাঙ্গণে বার্ষিক মহাসভার আয়োজন করা হয়। ৩৮ আসাম রাইফেল্সের ব্যবস্থাপনা ও আইজি আসাম রাইফেল্সের উদ্যোগে আয়োজিত সভায় আসাম রাইফেল্স এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের চার জেলার অবসরপ্রাপ্ত কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম রাইফেল্স এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সুবেদার মেজর প্রদীপকান্তি দাস ও সম্পাদক সুবেদার অমিয়কুমার দাস জানান, এদিনের মহাসভা সভায় আসাম রাইফেল্সের প্রাক্তন বিভিন্ন পদাধিকারী, শহিদ পত্নী,ও স্বামী হারা মহিলাদের পেনশন প্রদান ও অন্যান্য বিভিন্ন সমস্যার নিরসন সহ তাঁদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। সভায় উপস্থিত বিভিন্ন বক্তারা অবসরপ্রাপ্তদের সমস্যা ও কল্যাণের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।

বার্ষিক মহাসভাকে কেন্দ্র করে বুধবার সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে আসাম রাইফেল্সের বেণ্ড-শো, ডগ-শো, নেপালি জনগোষ্ঠীর প্রসিদ্ধ খুকুরি নৃত্য ও অসমের বিহু নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আসাম রাইফেল্সের মহিলা ও পুরুষ জওয়ানরা। এছাড়াও প্রাক্তনীদের সুবিধার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয়। এদিনের বার্ষিক মহাসভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার অনুজ উপাধ্যায়, ডেপুটি আইজি, ব্রিগেডিয়ার মনীষ রানা, কর্ণেল প্রশান্ত সিং চুন্দায়ত সহ আসাম রাইফেল্সের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আসাম রাইফেল্স এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক মহাসভা

এদিন কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি সহ ডিমা হাসাও জেলার ৩১৬ জন প্রাক্তনি ও ৪ জন শহিদ পত্নী, ১৩১ জন বিধবা এবং ২৬৮ জন প্রাক্তনী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আসাম রাইফেল্স এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক মহাসভা

Author

Spread the News