রাজস্থানে পাচার হওয়া ৩ কিশোরী উদ্ধার, জোর করে বিয়ে করা ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : রাজস্থানে পাচার ও বিক্রি করা ৩ কিশোরীকে উদ্ধার করল কাছাড় পুলিশ। অসমের বিভিন্ন চা-বাগান এলাকার এই বৃহত্তর চক্র সম্পর্কে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, চলতি বছরের ২৪ জানুয়ারি গুমড়ার কর্মকার পদবীর বাসিন্দা তাঁর নাবালিকা মেয়ের নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এবং মামলার উপর ভিত্তি করে পুলিশ অভিযান শুরু করে। পুলিশ সুপার জানান, গত ৫ জানুয়ারি রূপালী দত্ত ও গঙ্গা গঞ্জু তার ১৫ বছরের মেয়েকে ও তার প্রতিবেশী আরেক কিশোরীকে চাকরি দেওয়ার অজুহাতে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই কিশোরী কোনওভাবে পালাতে সক্ষম হলেও তাঁর মেয়ে নিখোঁজ থাকে। পরে বাড়িতে পৌঁছে পরিবারকে কিশোরী জানায়, তাঁদের অজ্ঞাত এক ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। এই তথ্য পাওয়ার পর পুলিশ বিলম্ব না করে তড়িঘড়ি চার সদস্যের একটি বিশেষ দল গঠন করে জয়পুর পাঠায়। সেখানে আইপিএস আনন্দ শর্মার সহযোগিতায় অসম পুলিশের বিশেষ দলটি নিখোঁজ মেয়েকে উদ্ধার করে।

এদিকে, শ্রীভূমি জেলার অন্য এক নিখোঁজ সাঁওতাল পদবীর আরেক যুবতীকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। যুবতী উদ্ধার কাণ্ডের এই গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে পুলিশ সুপার জানান, রূপালী দত্ত ও গঙ্গা গঞ্জু নামের দুই মহিলা বর্তমানে পলাতক রয়েছে। কিন্তু কর্মকার পদবীর কিশোরীকে বিয়ে করা রাজস্থানের লীলা রামকে গ্রেফতার করে শিলচরে নিয়ে আসা হয়েছে। কাছাড় পুলিশ গোটা বিষয়টি নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। সব অপরাধী সহ রাজ্যে ছড়িয়ে থাকা এজেন্টদের গ্রেফতার না করা পর্যন্ত জেলা পুলিশ মামলা বন্ধ করবে না বলেও জানান এসপি।

রাজস্থানে পাচার হওয়া ৩ কিশোরী উদ্ধার, জোর করে বিয়ে করা ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ

Author

Spread the News