অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মাঠে তপোবন নগর কীর্তন কমিটি

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : শহর সংলগ্ন বৃহত্তর আশ্রম রোড এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে উঠা অসামাজিক কার্যকলাপ নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় জনজীবন। এলাকায় মদ, জুয়া, তীর, গাঁজা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা বেশ কয়বার প্রসাশন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও সুরাহা হয়নি সমস্যার। তাই আশ্রম রোড, তপোবন নগর কীর্তন কমিটি সোমবার বৃহত্তর এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এলাকার পরিবেশ স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে অভিযানে মাঠে নেমেছেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, আশ্রম রোড এলাকায় থাকা বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অবৈধভাবে মদ বিক্রয় করার পাশাপাশি তীর, জুয়া ও গাঁজার রমরমা ব্যবসা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। ফলে দিনের পর দিন এলাকার পরিবেশ তলানিতে যাওয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাচ্ছে। বিষয়টি মাথায় রেখে কমিটি এলাকায় গড়ে উঠা অসামাজিক কার্যকলাপ রোধ করতে অভিযান শুরু করেছে। সুস্থ্য সমাজ গঠন সহ বৃহত্তর এলাকার যুব সমাজ ও আগামী প্রজন্মকে মূল স্রোতে ফিরিয়ে আনার প্রচেষ্টায় কমিটি স্থানীয়দের সঙ্গে নিয়ে তাঁদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়া পর্যন্ত তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পাশাপাশি আশ্রম রোড ও তপোবন নগর এলাকায় চলে থাকা মদ ও জুয়ার আসরকে গুঁড়িয়ে দিয়ে এলাকার পরিবেশকে ছন্দে ফিরাতে স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। আগামীতে কমিটির কর্মকর্তারা জনগণকে সঙ্গে নিয়ে এলাকায় গড়ে উঠা ওয়াইন সোপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি উত্থাপন করবেন বলেও জানিয়েছেন তাঁরা।

অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মাঠে তপোবন নগর কীর্তন কমিটি

এদিন উপেন্দ্র দাস, অঞ্জন চৌধুরী, নিশীকান্ত সরকার, গিরীন্দ্র দাস, সচিন্দ্র দাস, সুয়েলরানা দাস, জ্যোতিলাল দাস, সুবোধ দাস, ক্ষিতীশ দাস, প্রবীর দাস, কমল দাস, কুলেন্দ্র দাস, অনন্ত দাস ও দিলীপ দাস সহ কীর্তন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মাঠে তপোবন নগর কীর্তন কমিটি

Author

Spread the News