মিজোরামে উপনির্বাচনে এমএনএফের প্রার্থী আর লালথাংলিয়ানা
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : মিজোরামে বিরোধীদের উত্থান! ডাম্পা আসনের উপনির্বাচনে শাসকদলীয় প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছেন বিরোধী মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-এর প্রার্থী আর লালথাংলিয়ানা। এমএনএফ ডাম্পা বিধানসভা আসনটি ধরে রেখে মোট ৬,৯৮১ ভোট পেয়ে উপনির্বাচনে বিজয় ছিনিয়ে নেয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, লালথাংলিয়ানা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী – জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)-এর প্রার্থী ভানলালসাইলোভাকে ৫৬২…
