প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পাচ্ছেন গুয়াহাটির স্বায়ম

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : অসমের গৌরবকে আরও উজ্জ্বল করলেন গুয়াহাটির স্বায়ম মজুমদার। মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার, ২০২৪ এ নির্বাচিত হয় স্বয়ম। গোটা দেশে ১৯ জন ছাত্রছাত্রীর মধ্যে স্বায়ম মজুমদারও নির্বাচিত হয়েছেন।

প্রতিবেদন অনুসারে, স্বায়ম মজুমদার নামে ১৬ বছর বয়সী ছেলেটি একজন পেশাদার সাপ উদ্ধারকারী এবং নিবেদিত বন্যপ্রাণী বন্যপ্রাণী সংরক্ষণকারী হিসাবে তার অসাধারণ অবদানের মাধ্যমে এই বিশিষ্ট তালিকায় তার স্থান অর্জন করেছে।

স্বায়ম ১০ বছর বয়সে তার যাত্রা শুরু করেছিলেন। তিনি স্ট্র্যাভ প্রাণীদের সংরক্ষণ এবং যত্ন নেওয়ার মাধ্যমে শুরু করেছিলেন। ১২ বছর বয়সে, তিনি সাপ বাঁচানোর দিকে মনোযোগ দেন এবং ভারতের কনিষ্ঠতম সাপ উদ্ধারকারী হয়ে ওঠেন। তিনি সাহসিকতার সঙ্গে সাপকে বাঁচিয়েছিলেন এবং অন্যদেরকে তাদের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে অবহিত করেছিলেন।

তাঁর কৃতিত্বগুলি ১৫ বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং ইনজেনিয়াস চার্ম ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। তাঁর অবদানগুলি পৃথক প্রাণীর বাইরেও প্রসারিত, তরুণদের মধ্যে পরিবেশগত স্টুয়ার্ডশিপকে উৎসাহিত করে৷

উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২২ জানুয়ারি বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে ১৯ জন ব্যতিক্রমী শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন। সরকারি বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে কথা বলবেন।
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি শিশুদের সঙ্গে কথা বলবেন এবং মন্ত্রীর সঙ্গে তাদের নিজ নিজ বিভাগে তাদের অনুকরণীয় পারফরম্যান্সের জন্য তাদের অভিনন্দন জানাবেন।

ত্রিপুরা থেকে জ্যোৎস্না আখতার এই পুরস্কার পাচ্ছেন।

Author

Spread the News