বিভিন্ন দাবিতে লখিমপুরে এসইউসিআই-র মিছিল
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : প্রিপেড স্মার্ট মিটার বাতিল সহ বিভিন্ন দাবিতে লখিমপুরে এক মিছিল বের করল এসইউসিআই (কমিউনিস্ট)। বৃহস্পতিবার দলের লখিমপুর জেলা কমিটি মিছিল করে জেলা কমিশনার কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা।
দাবিগুলোর মধ্যে ছিল অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধের দাম নিয়ন্ত্রণ করা, বিনামূল্যে জল সরবরাহ এবং স্যানিটেশনের ব্যবস্থা করা, সমস্ত গরিব মানুষের জন্য সরকারি প্রকল্পগুলির প্রদান নিশ্চিত করা এবং সার, বীজ ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণ করা। বিক্ষোভ শেষে এই দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করা হয়।