খোঁজ-এর রজত জয়ন্তী, শ্রীভুমিতে হকি ফাইভস
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : নিজেদের ২৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে একটি হকি ফাইভস-এর আসর আয়োজন করতে চলেছে শিলচরের ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। আসরটি বসছে শ্রীভূমি জেলার মালুয়ায় আংগাঙ্গ মাঠে। এই হকি টুর্নামেন্টের ব্যবস্থাপনায় থাকছে করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন।
খোঁজের সম্পাদক সজল লস্কর জানান, বিজয়ী ও রানার্স দলকে যথাক্রমে ক্ষীতিশ কুমার চক্রবর্তী ও স্নেহলতা চক্রবর্তীর স্মৃতিতে ট্রফি দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে জার্সি এবং মেডেল। করিমগঞ্জ হকি অ্যাকাডেমির ডিরেক্টর সেলিম আহমদ জানান, আসর আয়োজনের জন্য প্রস্তুতি চূড়ান্ত। এ নিয়ে দ্বিতীয়বার হকি ফাইভস আসরের আয়োজন করছে করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন।