নূপুরের পিঠেপুলি উৎসব শুরু
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : বৃহস্পতিবার থেকে শিলচরের ইটখোলা দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে চারদিনের ষষ্ঠ পিঠে পুলি উৎসব শুরু হয়েছে। নৃত্য ও সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র নূপুরের উদ্যোগে আয়োজিত এই পিঠে পুলি উৎসবের এক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্রানী দাস। মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিরারা হলেন বর্ষীয়ান মহিলা লাবন্য দে, বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, বরিষ্ঠ সাংবাদিক তথা সংবাদ সংস্থা পিএনসি র চেয়ারম্যান হারাণ দে, শিক্ষাবিদ দীপক সেনগুপ্ত ও অবসরপ্রাপ্ত শিক্ষক সমরেন্দ্র ভট্টাচার্য। উৎসব আগামী রবিবার পর্যন্ত চলবে। এতে পিঠে পুলির পসরা সাজিয়ে দশটি স্টল অংশ নিয়েছে।