গুয়াহাটিতে দু’দিনে দুই যুবতীর লাশ উদ্ধার
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : গুয়াহাটি মহানগরে এক তরুণীর লাশ উদ্ধার হল। শুক্রবার সকালে রুক্মিণীগাঁওয়ের রংমঞ্চ পথে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবতীর পরিচয় পাওয়া যায়। তার নাম বিপ্লবী নাথ। তিনি গোয়ালপাড়ার বাসিন্দা। রুক্মিণীগাঁওয়ের ভাড়াটে হিসেবে থাকতেন। মৃত্যুর কারণ জানা যায়নি।
এ দিকে, বৃহস্পতিবার মহানগরের একটি ভাড়া ঘরে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। তরুণ নগরে এক যুবতী চরম সিদ্ধান্ত নেয়। যুবতীর নাম প্রতীক্ষা শর্মা বলে জানা যায়। তাঁর ঘর তিনসুকিয়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।