শ্রীভূমি জেলায় সফলভাবে গুণোৎসব সম্পন্ন

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : সমগ্র রাজ্যের ১১টি জেলার সঙ্গে শ্রীভূমি জেলায়ও ৬ থেকে ৯ জানুয়ারি প্রথম পর্যায়ের গুণোৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগ থেকে সরকারি বিদ্যালয়, প্রাদেশিকৃত বিদ্যালয়, চা-বাগানের মডেল বিদ্যালয়, কস্তুরবাগান্ধী বালিকা বিদ্যালয়, চা-বাগান কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত বিদ্যালয় ইত্যাদিতে গুণগত শিক্ষার মান সুনিশ্চিত করতে ৬ জানুয়ারি বিদ্যালয়গুলিতে স্ব-মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। এতে ৭ থেকে ৯ জানুয়ারি বহির্মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। এবারের গুণোৎসব শ্রীভূমি জেলায় ১৮১৩ টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১ লক্ষ ৯৩ হাজার ৩২৩ জন ছাত্রছাত্রীকে গুণোৎসবে অংশ গ্রহণের লক্ষ্য মাত্রায় ধরা হয়েছিল। যার বিপরীতে ১ লক্ষ ৮৯ হাজার ২৮৪ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেছে।

শ্রীভূমি জেলায় সফলভাবে গুণোৎসব সম্পন্ন

গুণোৎসবে রাজ্য পর্যায় থেকে আসা ২ জন বর্হিমূল্যায়নকারী সহ জেলায় মোট ৬৭৬ জন বর্হিমূল্যায়নকারী জেলার বিদ্যালয়গুলিতে শিক্ষার গুণগত মান পরীক্ষা করেন। এবারের গুনোৎসবে শ্রীভূমি জেলায় অন্যান্য বর্হিমূল্যানকারীর মধ্যে শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদী বুধবার লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে সফর করে শিক্ষা, বিদ্যালয়ের পরিকাঠামো যাচাই করে সন্তোষ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি শিক্ষার পরিবেশের আরও উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

শ্রীভূমি জেলায় সফলভাবে গুণোৎসব সম্পন্ন

Author

Spread the News