ইউজিসি’র জারি করা নির্দেশনা চূড়ান্ত শিক্ষা বিরোধী বলল এআইডিএসও

১০ জানুয়ারি : জাতীয় শিক্ষা নীতি-২০২০ এর সুপারিশ মেনে ইউজিসি’র জারি করা নির্দেশনা চূড়ান্ত শিক্ষা বিরোধী বলল এআইডিএসও। সংগঠনের কেন্দ্ৰীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক শিবাশিষ প্ৰহরাজ এক প্ৰেস বার্তায় বলেন, ইউজিসি’র নতুন প্রকাশিত নির্দেশনা হচ্ছে চূড়ান্ত শিক্ষা বিরোধী, জনবিরোধী ও অগণতান্ত্ৰিক এবং জাতীয় শিক্ষা নীতি-২০২০ কে কাৰ্যকর করার অন্যতম পদক্ষেপ। এই নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক নিয়োগের গণতান্ত্ৰিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি কেন্দ্ৰীয়করণের প্ৰক্ৰিয়াও শক্তিশালী করা হয়েছে। এছাড়াও ‘প্ৰফেসার অফ প্ৰেকটিশ’ এর নামে শুধু বৃত্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে অধ্যাপক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। যে কোনও উদ্যোগ বা পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিকে উপাচাৰ্য করার কথা নির্দেশনায় রয়েছে। এরফলে বিশ্ববিদ্যালয়গুলিতে শাসকদলের রাজনৈতিক ও মতাদৰ্শগত অনুগতদের সহজে নিয়োগের সুযোগ প্রদানে আর বাধা থাকবে না। এতে শিক্ষার গুণগত মানদণ্ডও হ্ৰাস পাবে।

এআইডিএসও’এর কেন্দ্ৰীয় কাউন্সিল ইউজিসি’র চূড়ান্ত শিক্ষা বিরোধী এই নির্দেশনা প্ৰত্যাহারের দাবি জানায় এবং যেকোনো নীতি নিৰ্ধারণে গণতান্ত্ৰিক পদ্ধতি অবলম্বনে শিক্ষক, ছাত্ৰ প্ৰতিনিধি এবং শিক্ষাবিদদের সাথে বিস্তারিত আলোচনার আহ্বান জানায়। সংগঠনের পক্ষ থেকে সমস্ত সাধারণ মানুষ, শিক্ষাপ্ৰেমী জনসাধারণ এবং বিশেষ করে ছাত্ৰছাত্ৰী ও শিক্ষকদের এই শিক্ষা বিরোধী ও জনবিরোধী নির্দেশনার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়।

ইউজিসি'র জারি করা নির্দেশনা চূড়ান্ত শিক্ষা বিরোধী বলল এআইডিএসও

Author

Spread the News