বন্দুকমারা-শিলচর সড়ক সংস্কারের দাবিতে অবরোধ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি :
হাইলাকান্দি-বন্দুকমারা-শিলচর পূর্ত সড়কটি বেহাল। রাস্তার সংস্কারের দাবিতে সড়ক অবরোধ আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন ধরে বন্দুকমারা-শিলচর ইউনিভার্সিটি রোডের রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল হওয়ায় প্রতিবাদে সরব হল আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন।  রাস্তার সংস্কারের দাবিতে মঙ্গলবার হাইলাকান্দি বন্দুকমারা-শিলচর ইউনিভার্সিটি রোডের জাতীয় সড়কে রাস্তার সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন ছাত্র-ছাত্রীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তুলেন। রাস্তার সংস্কারের দাবিতে ঘন্টাখানেকের উপরে হাইলাকান্দি বন্দুকমারা শিলচর ইউনিভার্সিটি রোডের জাতীয় সড়ক অবরোধ করে রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি শুভময় চন্দ জানান, তারা আগেও বহুবার রাস্তার সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন। কিন্তু প্রতিবারই হাইলাকান্দি এবং কাছাড় জেলা থেকে ম্যাজিস্ট্রেট এসে তাদের অতিসত্বর রাস্তা সংস্কারের আশ্বাস দিয়ে যান কিন্তু কাজের কাজ কিছুই হয়না। প্রতিনিয়ত হাইলাকান্দি থেকে শতাধিক ছাত্র-ছাত্রীদের এই বন্দুকমারা-শিলচর আসাম ইউনিভার্সিটির বেহাল সড়ক দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এরপর হাইলাকান্দি থেকে বন্দুকমারায় এসে উপস্থিত হন সদর চক্র আধিকারিক ডেভিড বরা এবং সদর থানার ওসি ইন্সপেক্টর আমপি দাউলগপ্পু সহ পুলিশ কর্মীরা। সদর চক্র আধিকারিক ডেভিড বরা আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের  সভাপতি শুভময় চন্দ এবং অন্যান্য ছাত্র-ছাত্রীদের অতিশীঘ্র রাস্তার সংস্কারের কাজ করা হবে বলে আশ্বাস দিলে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা তাদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেন।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News