লালবাগের জঙ্গল থেকে উদ্ধার মহিলার বিবস্ত্র মৃতদেহ

বরাক তরঙ্গ, ৭ জুলাই : জঙ্গলে বিবস্ত্র অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে লালবাগে। বড়খলা থানা এলাকার লালবাগ ৪৭ নং সেকশনে উদ্ধার হওয়া মহিলার পরিচয় জানা যায়নি। জানা গেছে, প্রায় বিবস্ত্র অবস্থায় মৃতদেহ পড়েছিল জঙ্গলাকীর্ণ স্থানে। পচন ধরে যাওয়া মৃতদেহ দেখে মনে হয়েছে মহিলার মৃত্যু ঘটেছে কয়েকদিন আগে। রবিবার সকালের দিকে কিছু লোক কাজের সূত্রে ওই জঙ্গলাকীর্ণ ‌স্থানে গেলে তাদের নজরে পড়ে মৃতদেহ।

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অনুমান করা হচ্ছে মহিলাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছিল মৃতদেহ।

Author

Spread the News