পুরীতে রথের রশি টানলেন রাষ্ট্রপতি, ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু একজনের
৭ জুলাই : পুরীতে রথযাত্রা মানেই লোকে লোকারণ্য। আর ভিড়ের চাপেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজন পূন্যার্থীর। ভিড়ের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৩০০ জন। তাঁদের মধ্যে ৫০ জনকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে মৃত ব্যক্তির কার্ডিয়াক অ্যারেস্ট হয়নি। সিপিআর দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এ দিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রথের রশি টানেন এদিন। এই প্রথম দু’দিন ধরে চলবে পুরীর উৎসব। রথযাত্রার দিনেই এবার ‘নবযৌবন দর্শন’ ও ‘নেত্র উৎসব’-ও ছিল। আর তাই অন্যবারের তুলনায় ভক্তদের কাছে এবারের উৎসব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের রথযাত্রার সাক্ষী হতে হাজির অগনিত ভক্তরা।